• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৯, ০৭:১০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১০, ২০১৯, ০৭:১০ পিএম

প্রধান বিচারপতির এজলাসে বসছে ৮টি সিসি ক্যামেরা

প্রধান বিচারপতির এজলাসে বসছে ৮টি সিসি ক্যামেরা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর এজলাস কক্ষে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। এই এজলাসে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চের বিচারকার্য পরিচালিত হয়। এটি প্রধান বিচারপতির এজলাস নামে পরিচিত। 

সুপ্রিম কোর্ট প্রশাসনের নির্দেশনায় ইলেক্ট্রিশিয়ানরা আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু করে। এজলাস কক্ষ নিয়ন্ত্রণের জন্য মোট ৮টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে বলে জানা গেছে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন।

খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানিকে কেন্দ্র করে গত ৫ ডিসেম্বর প্রধান বিচারপতির এজলাসে বিএনপিপন্থী আইনজীবীরা চরম হট্টগোল করেন। বিএনপিপন্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘খালেদা, জিয়া, জিয়া, খালেদা’ বলে স্লোগান দিতে থাকেন। এ প্রেক্ষাপটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৬ বিচারপতি প্রথম ধাপে এজলাস ত্যাগ করেন। পরে সোয়া এক ঘণ্টারও বেশি সময় নির্বিকার এজলাসে বসে থাকেন বিচারপতিরা। আইনজীবীদের এ আচরণকে প্রধান বিচারপতি নজিরবিহীন বলে উল্লেখ করেন।

এ ঘটনায় সারাদেশে সব মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ অবস্থায় আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

এমএ / এফসি

আরও পড়ুন