• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ১১:৩৮ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১২, ২০১৯, ১২:৫৭ পিএম

সুপ্রিম কোর্ট অঙ্গনে মুখোমুখি আইনজীবীরা 

সুপ্রিম কোর্ট অঙ্গনে মুখোমুখি আইনজীবীরা 
বিএনপি পন্থী আইনজীবীরা- ছবি : কাশেম হারুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট অঙ্গনে মুখোমুখি মিছিল করেছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের দেয়া প্রতিবেদনের বিষয়ে শুনানি শুরু হয়েছে।

এর আগে এ মামলার শুনানিতে এসলাসে আইনজীবীর উপস্থিতি সীমিত করেন প্রধান বিচারপতি। শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের ৩০ জন করে আইনজীবী উপস্থিত থাকতে পারবেন।

মিছিলে বিএনপিপন্থী আইনজীবীরা স্লোগানে বলছেন, বিচারের নামে টালবাহানা চলবে না, খালেদা জিয়ার মুক্তি দিতে হবে, জেলের তালা ভাঙবো খালেদা জিয়াকে আনবো।

আওয়ামীপন্থী আইনজীবীরা- ছবি: কাশেম হারুন

আর আওয়ামীপন্থীরা শ্লোগানে বলছেন, আদালতে বিশৃঙ্খলা চলবে না, বহিরাগতদের আদালতে ঢুকতে দেয়া হবে না, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, বহিরাগতদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আদালত চত্বরে বিশৃঙ্খলা মানি না মানবো না।

এমএ/টিএফ 

আরও পড়ুন