• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ১২:৩২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১২, ২০১৯, ১২:৩৩ পিএম

‘খালেদা জিয়া রাজি না হওয়ায় উন্নত চিকিৎসা দেয়া যাচ্ছে না’

‘খালেদা জিয়া রাজি না হওয়ায় উন্নত চিকিৎসা দেয়া যাচ্ছে না’
সংগৃহীত ছবি

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে শুরু হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি।  বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় জমা দেয়া হয়েছে তার স্বাস্থ্য প্রতিবেদন। 

বিএসএমইউ কতৃপক্ষ জমা দেন সেই রিপোর্টে। এতে বলা হয়েছে, তার ব্লাড প্রেশার ও ডায়বেটিস, অ্যাজমা ও শারিরীক দূর্বলতা থাকলেও খালেদা জিয়া রাজি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসা দেয়া যাচ্ছে না। 

এদিকে এই প্রতিবেদনকে ভুয়া বলে দাবি করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া কারাগারে ভালো মানুষ গিয়েছিলেন। কিন্তু তিনি আজ পঙ্গু হওয়ার পথে। তিনি হাত-পা নড়াতে পারছেন না। চিকিৎসা এতো উন্নত হচ্ছে যে দিন দিন তিনি পঙ্গু হয়ে যাচ্ছেন। ৬/৮ মাস পর হয় তো তিনি লাশ হয়ে বের হবেন। 

এমএইচবি