• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ০১:২৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১২, ২০১৯, ০১:২৪ পিএম

খালেদা জিয়ার জামিন শুনানি শেষ, কিছুক্ষণ পর আদেশ 

খালেদা জিয়ার জামিন শুনানি শেষ, কিছুক্ষণ পর আদেশ 
খালেদা জিয়া , ফাইল ছবি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে বিচারকরা এজলাস ছেড়ে গেছেন। সব বিচারকের মতামত জেনে এসে আদেশ ঘোষণা করা হবে।  বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১টায় জামিন শুনানি শেষ হয় । 

এর আগে সকাল সোয়া ১০টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। 

শুনানি শুুরুর আগে সুপ্রিম কোর্টের জেনারেল মেডিকেল বোর্ডের পাঠানো প্রতিবেদন আদালতের কাছে পেশ করেন। পরে এ প্রতিবেদনের ওপরে শুনানি শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। 

খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন মেডিকেল বোর্ডের প্রতিবেদনের ওপর প্রথম শুনানি শুরু করেন। 

আদালতে খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এজে মোহাম্মদ আলী আদালতে উপস্থিত রয়েছেন। 

এর আগে বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্টটি আদালতে পাঠানো হয়।

এমএ/বিএস 
 

আরও পড়ুন