• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৯, ০২:০৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৫, ২০১৯, ০২:০৭ পিএম

ফখরুলদের আগাম জামিন আবেদন

ফখরুলদের আগাম জামিন আবেদন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর - ফাইল ছবি

দলীয় চেয়ারপারসনের জামিন শুনানির আগের দিন সুপ্রিম কোর্ট এলাকায় ৩টি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় করা মামলায় বিএনপির ২১ নেতা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন। তাদের মধ্যে রয়েছেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ, যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

গত ১১ ডিসেম্বর বিকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দিন বিকাল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে হাইকোর্টের মাজার গেট, ঈদগাহ মাঠের গেট ও বার কাউন্সিলের গেটের সামনে ৩টি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৩৫ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়। 

১২ ডিসেম্বর মামলার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। তিনি জানান, হাইকোর্ট এলাকায় মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে নাশকতার অভিযোগে শাহবাগ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলছে। এক মামলায় আসামির সংখ্যা ৭০ এবং আরেকটিতে ৬৫ জন।

এমএ / এফসি

আরও পড়ুন