• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০৩:১১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২১, ২০২০, ০৩:১১ পিএম

ইভিএম নিয়ে শুনানি রোববার

ইভিএম নিয়ে শুনানি রোববার

ইভিএম পদ্ধতির বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) এই আদেশ দেয়।

আদেশে এই সময়ের মধ্যে ইভিএম নিয়ে ২০১৮ সালে জারি করা অর্ডিন্যান্স সংসদে পাস হয়েছে কি না তা রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

গত ৮ জানুয়ারি ইভিএমে ভোট গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ইউনুছ আলী আকন্দ।

এমএ/ এফসি