• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০, ১১:৫১ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২২, ২০২০, ১১:৫১ এএম

লেমিনেটিং পোস্টারে হাইকোর্টের নিষেধাজ্ঞা

লেমিনেটিং পোস্টারে হাইকোর্টের নিষেধাজ্ঞা

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় আজ বুধবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীদের লেমিনেটিং পোস্টার লাগানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আদেশে লেমিনেটিং পোস্টার উৎপাদন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছেন। রাজধানীর দুই সিটি করপোরেশন ও নির্বাচন কমিশনকে এই নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ নির্দেশ  দেন।

এছাড়া যে লেমিনেটিং পোস্টারগুলো লাগানো হয়েছে নির্বাচনের পর তা যথাযথভাবে সরিয়ে নেয়ার নির্দেশও দিয়েছেন আদালত।    
বুধবার এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।

এমএ/ এফসি