• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০, ০৩:২৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৩, ২০২০, ০৩:২৭ পিএম

বুড়িগঙ্গা দূষণ

ওয়াসার এমডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

ওয়াসার এমডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ে আদেশ অমান্য করার অভিযোগে ওয়াসার (ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ) ব্যবস্থাপনা পরিচালক তাকসিন এ খানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। 

আদেশে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে আদালত।

বুড়িগঙ্গায় পানি দূষণের বিষয়ে এক রিটের সম্পূরক আবেদনের শুনানি এই আদেশ দেয় আদালত। 

আদালতে বাদীপক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। পরিবেশ অধিদফতরের পক্ষে ছিলেন আইনজীবী আমাতুল করিম। শিল্প মালিক সমিতির পক্ষে শুনানি করেন আইনজীবী সিদ্দিকুর রহমান।

এমএ/এসএমএম 

আরও পড়ুন