• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০৩:২৩ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০৩:২৪ পিএম

অমর একুশে গ্রন্থমেলায় দু’টি বই নিষিদ্ধ ঘোষণা আদালতের

অমর একুশে গ্রন্থমেলায় দু’টি বই নিষিদ্ধ ঘোষণা আদালতের
নিষিদ্ধ দুই বই ‘দিয়া আরেফিন’ ও দিয়া আরেফিনের ‘নানীর বাণী’ ● সংগৃহীত

‘ধর্মীয় অনুভূতি’তে আঘাত হানার অভিযোগে দিয়ার্ষি আরাগের ‘দিয়া আরেফিন’ এবং দিয়া আরেফিনের ‘নানীর বাণী’ নামে দুটি বই নিষিদ্ধ করেছেন হাইকোর্ট।

দিয়ার্ষি আরাগ মূলত ব্লগ ও ফেসবুকে লেখালেখি করেন। বই দুটি প্রকাশ করা হয়েছে সৃষ্টিঘর প্রকাশনা থেকে।

অমর একুশে গ্রন্থমেলায় থাকা বই দুটির কপি জব্দ এবং তা বিক্রি ও প্রকাশ বন্ধে বাংলা একাডেমির মহাপরিচালকের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী আজহারুল্লাহ ভূঁইয়া বই দুটিতে ‘ধর্মীয় অনুভূতি’তে আঘাত, ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী ও বিদ্বেষমূলক’ লেখা রয়েছে উল্লেখ করে আদালতের নজরে আনেন। এরপর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বইটি দেখে স্বপ্রণোদিত হয়ে তা নিষিদ্ধের আদেশ দেন।

আদেশের পর আজহারুল্লাহ ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, বই দুটি নিয়ে আইনজীবীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি আমাকে অবগত করায় আমি হাইকোর্টের নজরে আনি।

আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এসএমএম