• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০৭:০৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০৭:০৫ পিএম

‘খালেদা জিয়ার জামিনে হাইকোর্টের কিছু করণীয় নেই’

‘খালেদা জিয়ার জামিনে হাইকোর্টের কিছু করণীয় নেই’
আইনমন্ত্রী আনিসুল হক ● সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে যেহেতু প্রয়োজনীয় সব রকম চিকিৎসার ব্যবস্থা রয়েছে, তাই এখানে হাইকোর্টের কিছু করণীয় নেই।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার জামিন নাকচ হওয়ার পর গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি  এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার জামিনের বিষয়টি গভীরভাবে দেখেই হাইকোর্ট তার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন।

আনিসুল হক আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার অনুমতি না পাওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা দেয়া যাচ্ছে না। হাইকোর্ট বিভাগ খালেদা জিয়ার বিষয়টি অত্যন্ত গভীরভাবে দেখেছেন। দেখে আইনি সিদ্ধান্ত দিয়েছেন। আদালতের সিদ্ধান্ত নয় বরং উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার অনুমতি না দেয়াটাই অস্বাভাবিক।

বিএনপির পক্ষ থেকে অনেক কিছুই দাবি করা হয়, যার বেশিরভাগই অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি।

এসএমএম