• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ৯, ২০২০, ১১:২০ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ৯, ২০২০, ০১:৪৫ পিএম

করোনাভাইরাস

মাস্কের দাম বাড়ালে ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের

মাস্কের দাম বাড়ালে ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের
মাস্ক কিনতে দোকানে ভিড় করছেন ক্রেতারা ● সংগৃহীত

করোনাভাইরাসের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আদালতের সব জায়গায় সতর্ক হয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। 

হাইকোর্ট এলাকায় লোক সমাগম ঠেকাতে কি করা সে বিষয়ে সিনিয়র আইনজীবীদের পরামর্শ চেয়েছেন তিনি। প্রধান বিচারপতি বলেন, চিকিৎসকের পরামর্শ আইনজীবীসহ সবাইকে মেনে চলতে হবে।

করোনা ভাইরাস চিহ্নিত হওয়ার পরপরই বাজারে স্যানেটাইজার ও মাস্ক মিলছে না বলেও উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, করোনা প্রস্তুতিতে এমনিতিই ব্যাপক ঘাটতি তারওপর মাস্কের দাম বাড়ানো হচ্ছে। এ সময় তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অসাধু বিক্রেতাদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দেন। 

আপিল বিভাগে আপাতত লোক সমাগম কমানোর আহবান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এসএমএম