• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ৯, ২০২০, ১২:২৬ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৯, ২০২০, ১২:২৬ পিএম

শিশু সায়মা ধর্ষণ ও হত্যা মামলার আসামি হারুনের মৃত্যুদণ্ড

শিশু সায়মা ধর্ষণ ও হত্যা মামলার আসামি হারুনের মৃত্যুদণ্ড
শিশু সায়মা এবং ঘাতক হারুন

রাজধানীর ওয়ারীতে শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি হারুন অর রশিদের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৯ মার্চ) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কাজী আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন।

আসামি হারুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

৫ মার্চ (বুধবার) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন‌্য আজকের দিন ধার্য করেন আদালত।

শিশু সামিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তার বাবা আবদুস সালাম ২০১৯ সালের ৬ জুলাই ওয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ৭ জুলাই কুমিল্লার ডাবরডাঙা এলাকা থেকে হারুনকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন হারুন।

২০১৯ সালের ৩০ অক্টোবর হারুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক আরজুন। গত ২ জানুয়ারি মামলার হারুনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই ট্রাইব্যুনাল।

মোট ১৭ জনের মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন আদালত।

গত বছরের ৫ জুলাই শিশু সায়মাকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। পরে ওই বাড়ির নবম তলার নব নির্মিত একটি খালি ফ্ল্যাটের ভেতর তার মরদেহ পাওয়া যায়। 

এসএমএম