• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০২০, ০৮:১৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ১১, ২০২০, ০৮:১৫ পিএম

ভার্চুয়াল কোর্টে প্রথম রিট হলো যে বিষয় নিয়ে

ভার্চুয়াল কোর্টে প্রথম রিট হলো যে বিষয় নিয়ে

চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে ভার্চুয়াল মাধ্যমে শুনানির জন্য একটি রিট আবেদন ই মেইলের মাধ্যমে জমা দেয়া হয়েছে।

সোমবার (১১ মে) বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চে একমাত্র এ রিট আবেদন জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল কাইয়ুম লিটন।

তিনি জানান, এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে আবেদনটি জমা দিয়েছি।

আবেদনে হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং ডলফিন হত্যা বন্ধে কেন প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে না এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

আবেদনে মৎস ও পশু সম্পদ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক, ও চট্টগ্রামের রাউজান উপজেলা নির্বাহী অফিসারকে বিবাদী করা হয়েছে।

আবেদনে এ বিষয়ে ১০ মে একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনের কিছু অংশ তুলে ধরা হয়। ৯ মে প্রকাশিত আরেকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের হালদা নদীর আরও একটি ডলফিনকে নৃশংসভাবে কেটে হত্যা করা হয়েছে।

এসএমএম

আরও পড়ুন