• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ৩১, ২০২০, ০৭:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩১, ২০২০, ০৭:৩৮ পিএম

আগের ভাড়া বহালের দাবি

আগের ভাড়া বহালের দাবি

গণপরিবহনের বর্ধিত বাসভাড়া প্রত্যাখ্যান করে আগের ভাড়া বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

রোববার (৩১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান। 

এতে বলা হয়, সরকার যাত্রী প্রতিনিধিদের বাদ দিয়ে মালিকদের পাতানো ফাঁদে পা দিয়ে নিয়ে করোনাভাইরাসের এই মহাসঙ্কটে থাকা দেশের অসহায় জনগণের ওপর একচেটিয়াভাবে বাসের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া অযৌক্তিকভাবে চাপিয়ে দিচ্ছে। এতে যাত্রীস্বার্থ চরমভাবে উপেক্ষিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সঠিক ব্যয় বিশ্লেষণ না করে, যাত্রীসাধারণকে মালিকদের সঙ্গে দর কষাকষির সুযোগ না দিয়ে, ভুয়া ও অযৌক্তিক হিসাব দেখিয়ে এভাবে ভাড়া বৃদ্ধি অসহায় জনগণের ওপর জুলুমের সামিল। এর মাধ্যমে ভাড়ানৈরাজ্য ও যাত্রী হয়রানিকে আরও উসকে দেওয়া হয়েছে।  

এতে বলা হয়, সরকারের এই সিদ্ধান্তের কারণে দেশের সাধারণ জনগণের ভোগান্তি বাড়াবে। দেশের যাত্রীসাধারণ এই অযৌক্তিক ভাড়া বৃদ্ধি কোনওভাবেই মেনে নেবে না।

তাই অনতিবিলম্বে বর্ধিত বাসভাড়া প্রত্যাখ্যান করে আগের ভাড়া বহাল রাখার দাবি জানায় যাত্রী কল্যাণ সমিতি।

এসএমএম

আরও পড়ুন