• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১, ২০২০, ০৭:০৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১, ২০২০, ০৭:০৫ পিএম

অন্তঃসত্ত্বা নারীদের করোনা টেস্টে অগ্রাধিকার

অন্তঃসত্ত্বা নারীদের করোনা টেস্টে অগ্রাধিকার
হাইকোর্ট

অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাস (কোভিড-১৯) টেস্টের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সোমবার (১ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ।

এর আগে ২৭ মে করোনা প্রাদুর্ভাবের মধ্যে দেশের অন্তঃসত্ত্বা নারীদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদঢতরের মহাপরিচালক, আইইডিসিআরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালকের অফিস ইমেইলে একটি নোটিশ পাঠান তিনি।

নোটিশের জবাব না পেয়ে ৩১ মে (রোববার) করোনাকালীন অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টেস্ট ও অন্যান্য সুচিকিৎসা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী তানভীর।

এসএমএম

আরও পড়ুন