• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ১৮, ২০২০, ১১:১০ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৮, ২০২০, ১১:১০ এএম

‘সাহেদের সই করা চেকবই ব্যবহৃত হতো প্রতারণার কাজে’

‘সাহেদের সই করা চেকবই ব্যবহৃত হতো প্রতারণার কাজে’
সাহেদ করিম ওরফে মো. সাহেদ

রিজেন্ট হাসপাতালের এমডির আত্মীয়ের কাছ থেকে জব্দ সাহেদের সই করা ৪৮টি চেকবই ব্যবহৃত হতো প্রতারণার কাজে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে এক ব্রিফিংয়ে এ কথা বলেন, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ।

আশিক বিল্লাহ বলেন, ওই গাড়ি থেকে আমরা মাদক উদ্ধার করি, পাশাপাশি আমরা ৪৮ টির মতো সাহেদ করিমের সই করা চেকবই উদ্ধার করি। এই চেকগুলো মূলত প্রতারণার কাজে ব্যবহার করা হতো। পরবর্তীতে যখন এই চেকগুলো দিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা সম্ভব হতো না। তখন এই বিষয়ে সাহেদ করিমকে বলা হলে, তিনি ভুক্তভোগীদের বলতেন মামলা করতে। 

গতরাতে রাজধানীর আশুলিয়া এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে মাসুদ পারভেজের ভায়রা গিয়াসউদ্দিন জালালী ও তার চালককে গ্রেফতার করে র‌্যাব-১।  এ সময় তাদের কাছ থেকে ২১২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। এই প্রাইভেট কারেই সাহেদ ঢাকা থেকে পালান বলে সংবাদ সম্মেলনে জানায় র‌্যাব।

কেএপি

আরও পড়ুন