• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১০, ২০২০, ০৫:০৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১০, ২০২০, ০৫:৫৭ পিএম

কোতয়ালী থানার ওসির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

কোতয়ালী থানার ওসির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

রাজধানীর কোতয়ালী থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের।

ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায় এবং চাঁবাবাজির অভিযোগে রাজধানীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতে এক ব্যবসায়ী এ মামলা দায়ের করা হয়।

মামলাটি আমলে নিয়ে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একজন এএসপি পদ মর্যাদার কর্মকর্তাকে তদন্তভার দিতে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া আগামী ১৬ সেপ্টেম্বরের মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।

ওসি মিজানুর রহমান ছাড়া অন্য আসামিরা হলেন, কোতয়ালি থানার উপ-পরিদর্শক পবিত্র সরকার (৪২), খালিদ শেখ (৪৫), সহকারী উপ-পরিদর্শক শাহিনুর রহমান (৪২), কনেস্টবল মো. মিজান (৫২) ও সোর্স মোতালেব।
 

এম

আরও পড়ুন