• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২০, ১২:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২০, ১২:৫৪ পিএম

চেক ডিজঅনার হলেই সাজা নয়: আপিল বিভাগ

চেক ডিজঅনার হলেই সাজা নয়: আপিল বিভাগ
হাই কোর্ট

এখন থেকে চেক ডিজঅনার হলেই সাজা হবে না জানিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায় প্রকাশ করা হয়েছে।

রায়ে বলা হয়েছে, চেক ডিজঅনার হওয়ার পর চেক গ্রহীতাকে চেকদাতার সাথে লেনদেন বিষয়ক বৈধ চুক্তির বিষয়টি প্রমাণ করতে হবে। চেক প্রাপ্তির বৈধ কারণ প্রমাণ করতে না পারলে চেকদাতার সাজা হবে না বলেও রায়ে বলা হয়।

গত ১৮ ফেব্রুয়ারি এ বিষয়ে আপিল আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ এ রায় ঘোষণা করেন। সাড়ে চার কোটি টাকা পরিশোধের বিবাদে ইমরান রশীদের বিরুদ্ধে মামলাটি করেন আবুল কাহার শাহিন নামে এক ব্যক্তি।

আগে চেক ডিজঅনার হলেই চেকদাতার সাজা হতো। চেকমূলে চেকগ্রহীতার টাকা পাওয়ার কোনো কারণ আছে ক না সেটি তেমন একটা দেখা হতো না।

জাগরণ ডেস্ক

আরও পড়ুন