• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২০, ০১:১৯ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২০, ০১:২৯ পিএম

সাহেদের মামলার রায়ের তারিখ ঘোষণা

সাহেদের মামলার রায়ের তারিখ ঘোষণা

আলোচিত রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার রায় ঘোষণার জন্য ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শুনানি নিয়ে তিনি এ দিন ধার্য করেন।

এ দিন সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়ে। তার উপস্থিতিতে শুনানি হয়। আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এসব তথ্য জানান।

এর আগে গেল ১৭ সেপ্টেম্বর নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। আইন অনুযায়ী আসামি সাহেদের সবোর্চ্চ যাবজ্জীবন কারাদণ্ডের দাবি করেন তারা।

উল্লেখ্য, গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী অঞ্চল থেকে আটকের পর সাহেদকে নিয়ে অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা থেকে অস্ত্র উদ্ধার করে র‍্যাব। পরে মামলা দায়ের করা হয় উত্তরা পশ্চিম থানায়। আর ২৭ আগস্ট এই মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর নির্দেশ দেন আদালত।

জাগরণ/এমআর