• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২০, ০৪:২৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২০, ০৪:২৮ পিএম

২টি এনআইডির মামলায় ডা. সাবরিনার জামিন নামঞ্জুর

২টি এনআইডির মামলায় ডা. সাবরিনার জামিন নামঞ্জুর
ডা. সাবরিনা আরিফ চৌধুরী। ফাইল ছবি

দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রতারণা করে নেওয়ার অপরাধে নির্বাচন কমিশনের (ইসি) মামলায় ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে জামিন দেয়নি আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডা. সাবরিনার পক্ষে জামিন আবেদন করেন সাইফুজ্জামান।

রাষ্ট্রপক্ষে বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাজহারুল ইসলাম জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

গত ৩০ আগস্ট মামলাটি দায়ের করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া। গত ৩ সেপ্টেম্বর আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলাসুত্রে জানা যায়, বর্তমানে সাবরিনার দুটি এনআইডি কার্ড সক্রিয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি টের পাওয়ার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য চায়। সাবরিনা ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন। তিনি প্রথমে ভোটার হন সাবরীনা শারমিন হোসেন নামে। একটিতে জন্ম তারিখ দেওয়া ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। প্রথমটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছেন আর এইচ হক। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী।

জাগরণ/এমএইচ

আরও পড়ুন