• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২০, ০১:২০ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২০, ০১:২০ এএম

ইসির মামলায় জামিন মেলেনি সাবরিনার

ইসির মামলায় জামিন মেলেনি সাবরিনার
ফাইল ছবি

তথ্য গোপন করে দ্বিতীয় জাতীয় পরিচয়পত্র নেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) করা মামলায় জাতীয় হ্নদরোগ ইনস্টিটিউটের বরখাস্ত চিকিৎসক ডা. সাবরিনা শারমিন চৌধুরীকে জামিন দেননি আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালতে ডা. সাবরিনার পক্ষে জামিন আবেদন করেন সাইফুজ্জামান তুহিন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

গত ৩০ আগষ্ট এই মামলাটি করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া। ৩ সেপ্টেম্বর আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদ শেষে গত ১৪ সেপ্টেম্বর আদালত সাবরিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জাগরণ/কেএপি

আরও পড়ুন