• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২০, ০৩:০৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২০, ০৩:০৬ পিএম

পাপিয়া দম্পতির অস্ত্র মামলার রায় ১২ অক্টোবর

পাপিয়া দম্পতির অস্ত্র মামলার রায় ১২ অক্টোবর
শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান। ফাইল ছবি

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় ঘোষণার জন্য ১২ অক্টোবর ধার্য করেছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রায়ের এই তারিখ ঘোষণা করেন।

এর আগে আসামি শামীমা নূর পাপিয়াকে নেয়া হয় আদালতে। তার পক্ষে যক্তি উপস্থাপন করেন তার আইনজীবী। এসময় পাপিয়া দম্পতির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড চেয়ে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

এ মামলায় ১২জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। গত ৯ সেপ্টম্বর আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেন।

গ্রেপ্তারে পর গত ২৩ ফেব্রুয়ারি পাপিয়া দম্পতির রাজধানীর ইন্দিরা রোডের ফ্ল্যাটে অভিযান চালিয়ে অস্ত্র, মদ ও নগদ টাকাসহ পাসপোর্ট জব্দ করে র‌্যাব। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে মামলাটি করা হয়।

চলতি বছরের ২২ ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামী মফিজুর বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব।

জাগরণ/এমএইচ

আরও পড়ুন