• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২০, ১২:২৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২০, ২০২০, ১২:২৫ পিএম

সম্রাটের মুক্তি চেয়ে আদালতে সমর্থকদের স্লোগান

সম্রাটের মুক্তি চেয়ে আদালতে সমর্থকদের স্লোগান

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটকে আদালতে হাজির করা হয়েছে। 

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। আজ সম্রাটের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলায় চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।

এদিকে, সম্রাটকে আনার খবরে আদালতের বাইরের সড়কে জড়ো হয়েছে হাজারো কর্মী। তারা সম্রাটের মুক্তি চেয়ে স্লোগান দিচ্ছেন। জড়ো হওয়া বহু নেতা-কর্মীর হাতে সম্রাটের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। তাতে সম্রাটকে মুক্তি চেয়ে স্লোগান লেখা রয়েছে।

উল্লেখ্য, গত বছর ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর সম্রাটের নাম আসার পর থেকেই তাকে নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। অভিযান শুরুর পর হাইপ্রোফাইল কয়েকজন গ্রেফতার হলেও খোঁজ মিলছিল না সম্রাটের। এসবের মধ্যে তার দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়। গত বছরের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাটকে গ্রেফতার করে র‌্যাব। 

জাগরণ/এমআর