• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০১৯, ০৫:৫৮ পিএম

ওভারডিওতে কঠোর অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক

ওভারডিওতে কঠোর অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক
প্রতীকী ছবি

 

স্বীকৃতি প্রদানের পরও কোনো ব্যাংক বিলের মূল্য বকেয়া রাখলে তা বাংলাদেশ ব্যাংককে জানানোর নির্দেশনা এসেছে। একইসঙ্গে এক মিলিয়ন ডলার (১০ লাখ মার্কিন ডলার) সমমানের বায়ার্স ক্রেডিট (ক্রেতা ঋণ) পরিশোধে সময়ও বাড়ানো হয়েছে। আগে এর সময় ৬ মাস থাকলেও তা এখন এক বছর পর্যন্ত বাড়ানো হলো।

বাংলাদেশ ব্যাংকের দুটি পৃথক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন দুটি এসেছে বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে।

উল্লেখ করা যেতে পারে, আইবিপি’র (ইনল্যান্ড বিল পারচেজ- অভ্যন্তরীণ বিল ক্রয়) মাধ্যমে হলমার্ক থেকে আরও বেশকিছু কেলেঙ্কারি সংঘটিত হয়।

বাংলাদেশ ব্যাংকের একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে- ‘সাম্প্রতিককালে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনুমোদিত ডিলার শাখা আমদানি বিলমূল্য স্বীকৃতি প্রদানের পরও যথাসময়ে (ম্যাচুরিটি ডেট) পরিশোধ করছে না; যা অনভিপ্রেত। এমতাবস্থায়, ৩১/১২/২০১৮ পর্যন্ত পরিশোধ্য মেয়াদোত্তীর্ণ আমদানি বিল মূল্য অপরিশোধিত (ওভারডিও) থাকলে সে বিষয়ক তথ্য ১৩/০১/২০১৯ তারিখের মধ্যে হার্ডকপি ও সফট্কপি বৈদেশিক মুদ্রানীতি বিভাগে প্রেরণের জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো।

বুধবার (৯ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের অপর প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগের নির্দেশনা অনুযায়ী, বুলেট পেমেন্টের ক্ষেত্রে আমদানিকারকদের ১ মিলিয়ন ডলার ছয়মাসের মধ্যে প্রদান করতে হতো। এখন এ সময় এক বছর পর্যন্ত বাড়ানো হলো। এরমধ্যে ৫ লাখ ডলার প্রথম ছয়মাসের মধ্যে দিতে হবে।

কেএ/আরআই