• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৮, ২০২১, ১২:১৬ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৮, ২০২১, ১২:১৬ এএম

আটকদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে : হাইকোর্ট

আটকদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে : হাইকোর্ট
সংগৃহীত ছবি

লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় আটক ব্যক্তিদের যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৭ জুলাই) সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক হাইকোর্ট (ভার্চুয়াল) বেঞ্চ এ নির্দেশ দেন।

অ্যাটর্নি জেনারেলকে আদালত বলেন, লকডাউনের আইন অমান্য করায় প্রতিদিন চারশ থেকে পাঁচশ মানুষকে আটক ও শাস্তি দেয়া হচ্ছে। আটকদের প্রিজনভ্যানে করে থানা-হাজতে অথবা নিম্ন আদালতে নেয়ার সময় ভিড় হচ্ছে। এতে স্বাস্থ্যবিধির লঙ্ঘন হচ্ছে। এটি স্বাস্থ্যবিধি মেনে করা যায় কিনা? 

জবাবে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, এ বিষয়ে তিনি ডিএমপি কমিশনারসহ সংশ্নিষ্টদের সঙ্গে কথা বলবেন। আদালত পাশাপাশি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গেও কথা বলতে বলেন।

আবেদনকারী আইনজীবী আসাদ উদ্দিন বলেন, লকডাউনে প্রতিদিন শত শত মানুষ আটক হচ্ছেন। গত ছয় দিনে তিন হাজার ৬৫ জনকে আটক করা হয়েছে। তাদের প্রিজনভ্যানে গাদাগাদি করে কোর্ট হাজতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে শত শত মানুষ একসঙ্গে গারদের মধ্যে অবস্থান করছেন। বাইরে আত্মীয়-স্বজনও ভিড় করছেন। ফলে সেখানে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে।

জাগরণ/এমএ