• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০১:০০ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৭:০৪ এএম

পরীমণির রিমান্ড

আবারও দুই বিচারকের ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

আবারও দুই বিচারকের ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট
ফাইল ফটো

উচ্চ আদালতের নির্দেশনা না মেনে মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে বারবার রিমান্ডে নেয়ার ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় সংশ্লিষ্ট দুই বিচারক ও তদন্ত কর্মকর্তাকে আবারও ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ২৪ অক্টোবরের মধ্যে ওই ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে পরীমণির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, তারা নতুন অফিসার। ট্রেনিংয়ের অভাবে তারা প্রথমবার যথাযথভাবে ব্যাখ্যা দিতে পারেন নি জানিয়ে ক্ষমা চেয়েছেন।

পরে হাইকোর্ট তাদের আবারো ব্যাখ্যা দেয়ার সুযোগ দেন। আগামী ২৪ অক্টোবর দুই বিচারক ও তদন্ত কর্মকর্তা সবাইকেই পুনরায় ব্যাখ্যা দিতে হবে।

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে তিন দফায় সাতদিনের রিমান্ডে নেয়া হয়। মাদকের মামলায় দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ডে নেয়ায় দুই ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস ও আতিকুল ইসলামকে প্রশ্ন করেন হাইকোর্ট। 

এর আগে শুনানিতে হাইকোর্ট মন্তব্য করেন, রিমান্ড সংক্রান্ত উচ্চ আদালতের কোনও নির্দেশনাই তারা মানেননি। পরে তাদের কাছে ব্যাখ্যা চায় হাইকোর্ট।

কিন্তু সন্তোষজনক নয় বলে মন্তব্য করে পুনরায় ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

জাগরণ/এমএ