• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ১২:৩০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১০, ২০২১, ০৬:৩৩ পিএম

আপিল নিষ্পত্তির আগে ফাঁসির খবরে বিব্রত আপিল বিভাগ

আপিল নিষ্পত্তির আগে ফাঁসির খবরে বিব্রত আপিল বিভাগ
সুপ্রীম কোর্ট

আপিল নিষ্পত্তির আগে এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে; এমন সংবাদে বিব্রত প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতি। ওই আসামির ফৌজদারি আপিল অকার্যকর করে ফাঁসি কার্যকরের বিষয়ে গাইডলাইন দেবেন আদালত। 

বুধবার (১০ নভেম্বর) সকালে প্রধান বিচারপরতির নেতত্বাধীন আপিল বেঞ্চ এমন নির্দেশনা দেন। 

এসময় প্রধান বিচারপতি বলেন, আপিল বিভাগে সব আপিল একসঙ্গে শুনানি না হওয়ার অন্যতম কারণ ডিজিটাল না হওয়া। সেদিন আসামির ফাঁসি হয়ে যাচ্ছে বলেও আপিল বিভাগকে ভুল বোঝানো হয়েছে। 

আদালত বলেন, ঝড়ু ও মোকিমের ফাঁসি কার্যকর হওয়ার দায়, আপিল বিভাগের ওপর আসা বিব্রতকর। ফাঁসি কার্যকরের বিষয়ে সঠিক তথ্য না জেনে চাঞ্চল্য সৃষ্টি করায় ক্ষমা চেয়েছেন আইনজীবী।  

জাগরণ/এমএ