• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৪:২৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৫, ২০২১, ০৪:২৭ পিএম

ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: তিন দিনের রিমান্ডে স্বামী ইফতেখার

ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: তিন দিনের রিমান্ডে স্বামী ইফতেখার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ছাত্রী ইলমা চৌধুরী মেঘলাকে হত্যার অভিযোগে স্বামী ইফতেখার আবেদীনের (৩৬) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর বনানী থানায় মেঘলার বাবা এই হত্যা মামলা দায়ের করেন। 

বুধবার (১৫ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। 

এদিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার রহস্য উদঘাটনের জন্য তাকে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল মঙ্গলবার ইলমার মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতেই ইলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় ইলমার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করা হয়।

এমইউ