• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৮, ০১:২০ পিএম

৬ ডিসেম্বর শ্রীমঙ্গল মুক্ত দিবস  

৬ ডিসেম্বর শ্রীমঙ্গল মুক্ত দিবস  

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল মুক্ত দিবস। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাটি পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়। হানাদার বাহিনীর সঙ্গে লড়াই করে নিহত হয়েছিলেন বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষ।

১৯৭১ সালের ৩০ এপ্রিলের পর থেকে পাকিস্তান হানাদার বাহিনী ৫ ডিসেম্বর পর্যন্ত শ্রীমঙ্গলের মুক্তিযোদ্ধা সমীর সোম, মুকিত লস্কর, শহীদ আনিস মিয়া, মইনউদ্দিনসহ শতশত মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীকে হত্যা করে।৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে অসহযোগ আন্দোলন শ্রীমঙ্গলে তীব্র রূপ নেয়। ওই সময় অফিস-আদালতসহ শ্রীমঙ্গলের চা শিল্পে সৃষ্টি হয় অচলাবস্থা। ভাড়াউড়া চা বাগান বধ্যভূমি, সাধুবাবার থলী, সিন্দুরখান জয়বাংলা ও সবুজ বাগ বধ্যভূমিতে শত শত মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষকে হত্যা করা হয়।

এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই ও ভারতের সীমান্ত থেকে মুক্তিবাহিনী ক্রমশ ক্যাম্প অভিমুখে এগিয়ে আসার খবরে পাকবাহিনী ভীত হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ৬ ডিসেম্বর ভোরে তারা পালিয়ে যায়। মুক্ত হয় শ্রীমঙ্গল শহর।ওড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।

তবে বর্তমানে সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে শ্রীমঙ্গল সবুজবাগ বধ্যভমি ও সিন্দুর খান জয় বাংলা বধ্যভূমি। 

এএস/এফসি