• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০১৯, ০৭:৩১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৬, ২০১৯, ০৭:৩১ পিএম

‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হলেও বঙ্গবন্ধুর খুনি ছিলেন’

‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হলেও বঙ্গবন্ধুর খুনি ছিলেন’
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক  -  ছবি : জাগরণ

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হলেও তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ছিলেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলা যাওয়ার পথে যাত্রাবিরতিকালে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধ ও এর চেতনাকে খালেদা জিয়া কলঙ্কিত-ভূলুণ্ঠিত করেছেন। মুক্তিযুদ্ধকে সব সময় বিতর্কিত করার চেষ্টা করেছেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আগরতলা গমন করেন।

এনআই

আরও পড়ুন