• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০১৯, ০১:২৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৪, ২০১৯, ০১:৪৩ পিএম

মানবতাবিরোধী অপরাধে ঝিনাইদহে ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন

মানবতাবিরোধী অপরাধে ঝিনাইদহে ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় ঝিনাইদহ সদরের ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মানবতাবিরোধী অপরাধীরা হলেন- মো. আব্দুর রশিদ মিয়া (৬৬) ও মো. সাহেব আলী মালিথা (৬৮)। অন্যজন পালাতক, তার নাম উল্লেখ করা হয়নি।

রোববার (২৪ নভেম্বর) ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান ও জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক এ তথ্য জানান।

আসামিদের মধ্যে দু’জন গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে। শিগগিরিই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের কাছে দাখিলের কথা জানিয়েছে তদন্ত সংস্থা।

এমএ/একেএস 

আরও পড়ুন