• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৯, ০৪:২২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৬, ২০১৯, ০৪:২২ পিএম

যথাযথ মর্যাদায় ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস পালন

যথাযথ মর্যাদায় ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস পালন
ঝিনাইদহ জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের আয়োজনে র‌্যালি  -  ছবি : জাগরণ

৬ ডিসেম্বর ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর আক্রমণে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার ও তাদের এ দেশীয় দোসররা। পতপত করে আকাশে ওড়ে লাল-সবুজের স্বাধীন পতাকা। মুক্তির মিছিল ছড়িয়ে পড়ে জেলা শহর থেকে প্রত্যন্ত গ্রামে।

যথাযথ মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইদহ জেলা কমান্ডের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হলে সেখানে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন।

বক্তারা মুক্তিযুদ্ধের আদর্শকে বুকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এনআই

আরও পড়ুন