• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০১৯, ০৭:০৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৮, ২০১৯, ০৭:০৪ পিএম

মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরানো হল রাজাকারের তালিকা

মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরানো হল রাজাকারের তালিকা

সমালোচনা আর প্রতিবাদের মুখে বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল পাঁচটা নাগাদ রাজাকারের তালিকা নিজেদের ওয়েবসাইট থেকে তুলে নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এর আগে স্বাধীনতার ৪৮ বছর উদযাপনের ঠিক একদিন আগে এই তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সকল যাচাই-বাছাই শেষে এই তালিকা দেয়া হয়েছে বলে জানানো হলেও পরদিন এ নিয়ে বিতর্কের পরই তিনি আবার জানান, তালিকাটি তারা প্রস্তুত করেনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া তালিকা শুধু তারা প্রকাশ করেছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে নিজ মন্ত্রণালয়ে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিতর্কিত তালিকা প্রকাশের পুরো দায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওপর দিয়ে তিনি বলেন, দালাল আইনে অভিযুক্তদের তালিকা দেয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে।

তালিকার ১০ হাজারের মধ্যে মামলা থাকায় ৯৯৬ জনের নাম বাদ দেয়ার জন্য নোট লিখে দেয়া হয়েছিলো বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যা আমলে নেয়নি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।

২৬ মার্চ রাজাকারের সংশোধিত নতুন তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে।

এসএমএম

আরও পড়ুন