• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২০, ০৫:৫০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৬, ২০২০, ০৫:৫০ পিএম

মুজিবনগর দিবস পালিত হবে স্বল্প পরিসরে

মুজিবনগর দিবস পালিত হবে স্বল্প পরিসরে

করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় এবার ঐতিহাসিক মুজিবনগর দিবসের কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে।

সংক্ষিপ্ত কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও তিন উপজেলায় তিনটি তোরণ নির্মাণ।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি।

কর্মসূচি অনুযায়ী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও জেলা প্রশাসক আতাউল গনি মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেই সাথে মেহেরপুর জেলা পুলিশ, আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠন, বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য দফতর সুবিধাজনক সময়ে পুষ্পস্তবক অর্পণ করবে।

প্রতিবছর মুজিবনগর দিবসকে ঘিরে বিশাল জনসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু করোনাভাইরাস মোকাবেলায় এ বছর মেহেরপুরসহ সারা দেশে এ দিবস উপলক্ষে অন্যান্য কর্মসূচি বাতিল ঘোষণা করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

এসএমএম