• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৩, ২০২১, ০৭:০৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৩, ২০২১, ০৭:০৬ পিএম

মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনারে নারী ইউএনও’র বিকল্প চেয়ে ‍সুপারিশ

মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনারে নারী ইউএনও’র বিকল্প চেয়ে ‍সুপারিশ

মৃত্যুর পর বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প চেয়ে ‍সুপারিশ করা হয়েছে।

রোববার (১৩ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব স্থানে নারী ইউএনও রয়েছেন সেখানে পুরুষ কোনো ব্যক্তি দিয়ে গার্ড অব অনার প্রদান করতে বলেছে কমিটি। পাশাপাশি গার্ড অব অনার প্রদানের আয়োজন দিনের বেলা করার সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি শাজাহান খান বলেন, নারী ইউএনও গার্ড অব অনার দিতে গেলে স্থানীয় পর্যায়ে অনেকে প্রশ্ন তোলেন। মুসলিমদের ক্ষেত্রে নারীরা জানাজায় থাকতে পারেন না। সেক্ষেত্রে নারী গার্ড অব অনার দেন কীভাবে- এমন কথা বলা হচ্ছে। সেজন্য এ বিষয়ে বৈঠকে একটি প্রস্তাব এসেছে। নারীর বিকল্প একজন পুরুষকে দিয়ে গার্ড অব অনার দেওয়ার বিষয়টি এসেছে।

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম, কাজী ফিরোজ রশীদ, ওয়ারেসাত হোসেন ও মোছলেম উদ্দিন আহমদ অংশ নেন।