• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২০, ০২:০৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১০, ২০২০, ০২:০৯ পিএম

বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুমার নামাজ আদায় 

বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুমার নামাজ আদায় 
তুরাগ পাড়ে জুমার নামাজ আদায় করছেন মুসল্লিরা - ছবি: বেলায়েত হোসেন বিপ্লব

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিনে শুক্রবার লাখো মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন। নিয়মিত তাবলিগ জামাতের মুসল্লি ছাড়াও ঢাকা-গাজীপুরসহ আশপাশের  লাখ লাখ মুসল্লি জুমার নামাজে অংশ নেন।

ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজে খুতবা পাঠ শুরু হয় দুপুর ১টা ৩০ মিনিটে। নামাজ শুরু হয় ১টা ৪০ মিনিটে। ইমামতি করেন রাজধানীর কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের।

ময়দান ছাড়িয়ে রাস্তায় জুমার নামাজ আদায় করছেন মুসল্লিরা  - ছবি: বেলায়েত হোসেন বিপ্লব 

ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন। দুপুর ১২টার দিকে ইজতেমার পুরো ময়দান পূর্ণ হয়ে যায়। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলি-গলিসহ যে যেখানে পেরেছেন পাটি, চটের বস্তা ও খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হন।

আগামী রোববার (১২ জানুয়ারি) আখেরি মোনাজামের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। 

বিএস 
 

আরও পড়ুন