• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২০, ১২:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০২১, ০৩:২৪ পিএম

দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি দাবি 

দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি দাবি 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে তিনদিনের সরকারি ছুটির দাবি জানিয়েছেন ঢাকা জেলা জাতীয় হিন্দু মহাজোটের নেতারা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। দুর্গাপূজায় ৫ দিনের আনুষ্ঠানিকতা থাকলেও সরকারিভাবে ছুটি মাত্র একদিন। ফলে কারো পক্ষে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা সম্ভব হয় না। তাই দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটি আমাদের প্রাণের দাবি। এবারের পূজা থেকেই তিনদিনের ছুটি কার্যকরের দাবি করছি।

হিন্দু মহাজোটের ঢাকা জেলা সভাপতি অ্যাডভোকেট উজ্জল কুমারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোপাল পাল, যুগ্ম সাধারণ সম্পাদক তপন বর্মণ, সাংগঠনিক সম্পাদক সুজন সরকারসহ আরো অনেকেই।