• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২০, ০৯:২১ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৬, ২০২০, ১০:৫৬ এএম

চুলের যত্নে ডিম

চুলের যত্নে ডিম

শরীরের পুষ্টির পাশাপাশি ত্বক ও চুলের যত্নে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চুলের যত্নে ডিমের ব্যবহার নিয়েই আজকের আয়োজন। ডিমের প্য়াক কীভাবে ব্যবহার করবেন, এর উপকারিতা কি এ সম্পর্কে জানানো হবে এ আয়োজনে।

ডিমের উপকারিতা

  • ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা চুলের স্বাস্থ্য ভালো রাখে।
  • ডিম মাথার ত্বকের পুষ্টি বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে।
  • ডিমের কুসুমের মধ্যে থাকা বায়োটিন চুলকে হাইড্রেট রাখতে সাহায্য করে।
  • প্রাকৃতিকভাবে চুলকে ময়েশ্চারাইজ করে।
  • ডিম খুব ভালো কন্ডিশনার হিসাবে কাজ করে।
  • চুল সিল্কি করে ডিম।
  • ডিমের অ্যালবুমিন চুলের স্বাস্থ্য বজায় রাখে।
  • শুষ্ক চুলের জন্য ডিমের কুসুম খুবই উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন এ, ডি, ই  যা চুলের বৃদ্ধিতে ও চুলপড়া রোধ করতে সাহায্য করে।
  • ডিমে ৭০ শতাংশ প্রোটিন থাকে। প্রোটিন চুলের ক্ষতিগ্রস্ত কেরাটিন পুনর্নির্মাণে সাহায্য করে।
  • চুল পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যা কমে যায়।

ডিমের হেয়ার প্যাক

ডিমের সঙ্গে অলিভ অয়েল

২টি ডিম ও ২ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়ে ভালোভাবে মেশান। এবার চুলের স্ক্যাল্পে লাগিয়ে ৪৫ মিনিট রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

ডিমের সঙ্গে মধু ও লেবু

ডিমের সঙ্গে মিশিয়ে নিন লেবু ও মধু। প্যাকটি লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। ভালো ফল পেতে প্যাক লাগানোর আগের দিন রাতে চুলে হালকা গরম তেল ম্যাসাজ করে নিন।

ডিমের সঙ্গে দুধ ও মধু

একটি পাত্রে ২টি ডিম, ২ চামচ মধু ও ২ টেবিল চামচ দুধ নিয়ে ভালো করে মেশান। চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন এটা ব্যবহার করতে পারেন। দুধ চুল মজবুত করার জন্য খুব উপকারী। দুধে থাকা প্রোটিন চুল মজবুত করে। আর পাশাপাশি মধু চুলকে ময়েশ্চারাইজড করে।

ডিমের সঙ্গে মেয়োনিজ

২টি ডিম ও ১ টেবিল চামচ মেয়োনিজ ভালো করে মিশিয়ে নিতে হবে। স্ক্যাল্পে খুব ভালো করে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ডিমের সঙ্গে দই

দইয়ের সঙ্গে ডিম মিশিয়ে নিন। এবার চুলের গোড়ায় খুব ভালো করে লাগান প্যাকটি। ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

সাবধানতা

  • ডিম দিয়ে তৈরি প্যাক ব্যবহারের পর সবসময় ঠাণ্ডা পানি দিয়ে চুল ধোবেন।
  • গরম বা হালকা গরম পানি ব্যবহার করলে ডিম চুলে জমে যেতে পারে।
  • প্যাক ধোয়ার পর শ্যাম্পু ব্যবহার করুন।

সূত্র বোল্ডস্কাই