• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২১, ০৩:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৭, ২০২১, ০৪:০৪ পিএম

রেস্তোরাঁয় গিয়ে যা করবেন না

রেস্তোরাঁয় গিয়ে যা করবেন না

কোন অনুষ্ঠানের আয়োজন করছেন, বাড়িতে জায়গা নেই। বাধ্য হয়ে রেস্তোরাঁয় আয়োজন করতে হচ্ছে। আবার অনেক সময় অনুষ্ঠান ছাড়াই  ভালো সময় কাটাতে পরিবার-পরিজন নিয়েও রেস্তোরাঁয় খেতে যাই। 

আপনি নিজে হোস্ট হিসেবে আয়োজন করেন বা অন্যদের নিমন্ত্রণ রক্ষা করতেই রেস্তোরাঁয় যান না কেন, কিছু আদব-কেতা মেনে না চললে তা খুব দৃষ্টিকটু লাগে। চলুন তবে দেখে নেওয়া যাক রেস্তোরাঁয় কি কি আদব-কেতা মেনে চলতে হয়-  

  • ঢোকার সময় অন্যদের জন্য দরজা খুলে দিন। শিশু, মহিলা ও বয়োজ্যেষ্ঠদের জন্য পুরুষরা দরজা খুলে দেবেন।
  • বসার সময় চেয়ার পেছন থেকে ঠেলে দেবেন। ধীরে ধীরে বসবেন এবং ধন্যবাদ জানাবেন।
  • ব্যাগ, মোবাইল, চাবি টেবিলে রাখবেন না।
  • আয়তাকার টেবিল হলে হোস্ট টেবিলের মাথার দিকে বসবেন।
  • কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ওয়েটারকে ডাকুন।
  • খাবার এলে ন্যাপকিন কোলের উপর পাতুন।
  • আপনি হোস্ট হলে নিজে খেতে শুরু করার আগে দেখে নিন আপনার অতথিরা খাবার পেয়েছেন কি না।
  • খাবার নেওয়ার সময় দূরে হাত বাড়াবেন না। পাশের চেয়ারে যিনি রয়েছেন তাকে এগিয়ে দেওয়ার অনুরোধ করুন।
  • স্যুপ ঠান্ডা করার জন্য বাটিতে চামচ ডুবিয়ে নাড়বেন না।
  • মুখে খাবার নিয়ে কথা বলবেন না।
  • খাবার চিবানোর সময় মুখ বন্ধ রাখবেন।
  • খেতে খেতে চামচ উচু করে কথা বলবেন না।
  • হাত থেকে চামচ পড়ে গেলে অস্থির না হয়ে বেহারাকে ডেকে অন্য একটা নিয়ে নিন।
  • উচু গলায় বেয়ারাকে ডাকবেন না। অপেক্ষা করুন, চোখাচোখি হলে ডাকুন।
  • সার্ভিং ডিশের শেষ টুকরাটি নিজে নেবেন না।
  • খাওয়ার সময় টেবিল ছেড়ে উঠতে হলে ‘এক্সকিউজ মি’ বলে ন্যাপকিন চেয়ারের উপর রেখে উঠুন।
  • খাবার পছন্দ না হলে চেচিয়ে সমালোচনা না করে ফিডব্যাক ফর্মে লিখে জানান।