• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ০১:১৩ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৮, ২০২১, ০১:১৩ পিএম

নারী সহকর্মীর সঙ্গে সম্পর্ক যেমন হবে

নারী সহকর্মীর সঙ্গে সম্পর্ক যেমন হবে

অফিসে কিংবা যেকোনও কাজের ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্কটা হয় নান্দনিক। নারী-পুরুষ বিবেচনায় সম্পর্কটাও গড়ে উঠে ঠিক সেভাবেই। গতানুগতিক সম্পর্ক থেকে নারী সহকর্মীর সঙ্গে বন্ধুসুলভ সম্পর্কের রূপান্তর কিন্তু কাজের গতিতেই চলে। তবে কিছু বিষয়ে একটু খেয়াল রাখলে নারী সহকর্মীর সঙ্গে সম্পর্কটা হয়ে ওঠে আরও মধুর।

  • খেয়াল রাখুন, নারী সহকর্মী যেন আপনার কোনও ব্যবহারে কষ্ট না পান। কিছু বলার আগে ভেবে বলুন। অশালীন কোন মন্তব্য থেকে বিরত থাকুন।
  • নিজের কোনও কাজের বিষয়ে সহযোগিতা পেতে, তাকেও তার কাজে সহযোগিতা করুন।
  • কোন কিছু খাওয়ার আগে নারী সহকর্মীকে এগিয়ে দিতে পারেন। এতে সহনশীলতা ফুটে উঠবে।
  • নারী সহকর্মীর কাজে কোনও ভুল থাকলে তা ধরিয়ে দিন আড়ালেই। বিব্রত পরিস্থিতিতে পরলে তা কাটিয়ে নিতে সাহায্য করুন।
  • প্রতিদিনের কুশল বিনিময়ের সময় চাইলে তার পরিবারেরও খোঁজ নিতে পারেন।
  • খেয়াল রাখুন, ব্যক্তিগত যে বিষয়গুলো আপনার সহকর্মী শেয়ার করতে চাচ্ছেন না তা নিয়ে জোর করবেন না।
  • যদিও কর্মক্ষেত্রে নারী-পুরুষ সমানভাবে কাজ করায় আগ্রহী, তবে কিছুক্ষেত্রে নারীদেরকে অবকাশ দেওয়া যায়। কেননা অনেক কর্মজীবী নারীকেই ঘর ও কর্মস্থান সমানভাবে সামলে নিতে হয়।
  • নারী সহকর্মীদের সঙ্গে অনেকে উত্তেজিত হয়ে কথা বলেন। এ বিষয়ে খেয়াল রাখুন। প্রয়োজনে খানিকটা সময় নিয়ে  একটু স্বাভাবিক হোন। এরপর কথা বলুন।
  • অফিসে কিংবা অফিসের বাইরে খাবার খেতে যাচ্ছেন। সঙ্গে নারী সহকর্মী। চেয়ারটা এগিয়ে দিন, খাবার এলে তাকে আগে দিন এবং অবশ্যই শব্দ করে খাবেন না।
  • অফিসে নারীদের জন্য বরাদ্দ টয়লেটে ভুল করেও প্রবেশ করবেন না। ইমারজেন্সি হলেও অপেক্ষা করুন।
  • কাজের ক্ষেত্রে নারীরা বেশ মনযোগী হয়। গুছিয়ে কাজ করেন। তাই নারী সহকর্মীদের কাজে  উতসাহ দিন।  যেকোন প্রাপ্তিতে অভিনন্দন জ্ঞাপন করুন।