• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৩, ২০২১, ০৪:২৬ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৪, ২০২১, ০৪:১০ পিএম

জিনিসের যত্ন নেবে সিলিকা জেল

জিনিসের যত্ন নেবে সিলিকা জেল

বাজার থেকে কিছু কিনতেই এর মধ্যে ছোট সাদা প্যাকেটে যে জিনিসটি দেখা যায়, তা হলো সিলিকা জেল। নতুন পার্স, ব্যাগ কিংবা জুতো কিনলে এর ভেতেরে মেলে ছোট ছোট দানা ভরা এই সিলিকা জেলের প্যাকেটটি। অনেকেই না বুঝে ফেলে দেন এটি। কিন্তু আপনি কি জানেন, ছোট  হলেও এই উপাদানটি বেশ উপকারী।

সিলিকা জেলের কাজ সম্পর্কে আমরা অনেকেই জানি না। ঠিক কী কাজে এগুলো ব্যবহার হয়, তা-ও অনেকের অজানা। অথচ সিলিকা জেল একটি শক্তিশালী শোষণকারী। এটি বাতাসে  উপস্থিত আর্দ্রতা খুব দ্রুত শোষণ করে নেয়। চলুন জেনে নিই সিলিকা ব্যাগ ব্যবহারের উপকার সম্পর্কে।

  • রান্নাঘর, কিংবা ঘরের ড্রয়ারে বিভিন্ন ধরনের জিনিস রাখা হয়। সারাক্ষণ বন্ধ থাকায় ড্রয়ারগুলোতে একপ্রকার ভ্যাপসা গন্ধ হয়ে যায়। এর থেকে রেহাই দেবে সিলিকা জেলের ব্যাগ। একটি সিলিকা জেলের ব্যাগ রেখে দিন ভ্যাপসা গন্ধ চলে যাবে।
  • বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করতে সিলিকা জেলের ব্যাগ বেশ কার্যকরী। পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, বিবাহের রেজিস্ট্রেশন কাগজ, গাড়ি বা বাড়ির দলিলসহ বিভিন্ন কাগজ যেখানে রাখছেন, সেখানে সিলিকা জেলের ব্যাগ রেখে দিন। নথিগুলোকে শুষ্ক এবং ব্যাকটেরিয়া থেকে সুরক্ষিত রাখতে এটি দারুণ কাজ করে।
  • অ্যাসেনশিয়াল অয়েল নিন। এতে সিলিকার দানা দিয়ে দিন। দুর্দান্ত রুম ফ্রেশনারের কাজ  করবে।
  • ক্যামেরায় ফাঙ্গাস পড়ে যাওয়া থেকে রেহাই দেবে সিলিকা জেলের ব্যাগ। ক্যামেরার বাক্সে সিলিকা জেলের ব্যাগ রেখে দিন। এটি ক্যামেরাকে শুষ্ক রাখবে।
  • অসাবধানতাবশত মোবাইল ফোন পানিতে পড়ে গেলে সিলিকা ব্যাগ দিয়ে তা শুষে নেওয়া সম্ভব। বেশ কয়েকটি সিলিকা জেলের ব্যাগের মধ্যে মোবাইল ফোনটি রেখে দিন। ৮ থেকে ৯ ঘণ্টার মধ্যেই ভালোভাবে ফোনের ভেতর থেকে পানি শুষে নেবে।
  • বই কিংবা ছবির অ্যালবামে ঘামভাব হয়। এতে দ্রুত পোকামাকড় লেগে যায়। স্যাঁতসেঁতে হয়ে যায়। যার কারণে এগুলোতে হলদে ভাব হয়। এই সমস্যার সমাধানও দেবে সিলিকা ব্যাগ। পৃষ্ঠাগুলোর মাঝে সিলিকা জেলের প্যাকেট রেখে দিন। ভেজাভাব থাকলে তা চলে যাবে।
  • গয়নার বাক্সে সিলিকা ব্যাগ রাখুন। বাতাসে উপস্থিত আর্দ্রতার কারণে গয়না কালো হয়ে যেতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে জুয়েলারির বাক্সে সিলিকা জেলের ছোট প্যাকেট রেখে দিন। এটি বাতাসের বাড়তি আর্দ্রতাকে শোষণ করে গয়না চকচকে রাখবে।

তবে সিলিকা জেলের ব্যাগটি শিশুদের নাগালের বাইরে রাখুন।