• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১, ২০২১, ০৪:২০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১, ২০২১, ০৪:২৪ পিএম

মজার কিছু অজানা তথ্য

মজার কিছু অজানা তথ্য

চারপাশে মজার অনেক কিছু ঘটছে, আবার মজার অনেক তথ্য রয়েছে, যার বেশির ভাগই আমাদের অজানা। এমন অজানা কিছু তথ্য জানাব আজকের আয়োজনে। চলুন জেনে নিই মজার সেই বিষয়গুলো।

  • মানুষ মারা গেলে ইন্দ্রিয়গুলোর মধ্যে কান সবশেষে নিস্তেজ হয়।
  • পুরুষ প্রজাতির সাগরের ঘোড়া সন্তান প্রসবে সক্ষম।
  • মৃত ব্যক্তির শরীরের লোম দাঁড়িয়ে যেতে পারে।
  • মঙ্গলগ্রহের সূর্যাস্তের সময়টা নীল আভা হয়।
  • নরওয়ের একটি শহরের নাম 'HELL' বা ‘হেল’।
  • বৃষ্টির পানিতে ভিটামিন-১২ রয়েছে।
  • আনারসের জুস ঠান্ডা ও জ্বর সারাতে বেশ কার্যকর।
  • গাজরে কোনো ফ্যাট নেই।
  • শসায় শতকরা ৯৬ ভাগ পানি থাকে।
  • কালো চা পানে ফুসফুস সুরক্ষিত থাকে।
  • খাবারের পর লবঙ্গ খেলে অ্যাসিডির সমস্যা কমে যাবে।
  • একটি মৌমাছি দুই মিলিয়ন ফুল থেকে এক পাউন্ড মধু আহরণ করে।
  • সিদ্ধ ডিমে ভিটামিন সি ছাড়া সব ভিটামিন থাকে।
  • পড়াশোনার সময় চকলেট খাবেন ব্রেইন ভালো কাজ করবে।
  • অনবরত কাশি হলে আপনার এক হাত মাথার ওপরের দিকে তুলুন। কাশি থেমে যাবে।
  • পাউরুটির ওপরের অংশ দিয়ে পেনসিলের দাগ মুছে নিতে পারবেন।
  • সিঙ্গাপুরে চুইঙ্গাম নিষিদ্ধ করা হয়েছে।
  • উত্তর কোরিয়া ও কিউবায় অফিসিয়ালি তরল পানীয় কোক নিষিদ্ধ।