• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২১, ০৩:৫১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩, ২০২১, ০৪:১০ পিএম

কাপড়ে চা-কফির দাগ উঠবে ৫ উপায়ে

কাপড়ে চা-কফির দাগ উঠবে ৫ উপায়ে

সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপে চুমুক না দিলে অনেকেরই দিন শুরু হয় না। ঘুমের ঘোর কাটিয়ে কাজের ব্যস্ততায় ফিরে যেতে চা-কফি দারুন কাজ করে। তবে কোনোভাবে যদি চা বা কফি কাপড়ে পড়ে যায়, তবে তো সর্বনাশ! এই দাগ তুলতে কতো ঝক্কি ঝামেলাই না করতে হয়। কীভাবে এই দাগ উঠবে তার কিছু সহজ উপায় জানাবো এই আয়োজনে।

  • দাগ তুলতে পারেন বেকিং সোডা দিয়ে। দারুন কাজ করে এটি। দাগের জায়গায় এক চামচ বেকিং সোডা দিয়ে রাখুন। এবার ভালোভাবে ঘষুন। কিছুক্ষণ রেখে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।
  • ভিনেগার ব্যবহার করেও দাগ তুলতে পারেন। চা-কফির দাগ তুলতে ভিনেগার খুব কার্যকরী। পানিতে এক চামচ ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। দাগের জায়গায় ওই পানি দিয়ে স্প্রে করুন। হালকা করে ঘষে নিন। দাগ উধাও হয়ে যাবে।
  • একটি ডিম আধা সিদ্ধ করুন। এরপর এর সাদা অংশ দাগের জায়গায় লাগিয়ে আলতো করে ঘষুন। দুই-তিন মিনিট রেখে দিন। এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।
  • সূতি কাপড়ে চা-কফির দাগ তুলতে দাগের ওপর গরম পানি ঢেলে দিন। এবার সেই জায়গাটা ভালো করে ঘষুন। কিছুক্ষণের মধ্যেই দাগ উঠে যাবে।
  • কাপড়ের যে জায়গায় চা-কফির দাগ লেগেছে সেখানে টুথপেস্ট লাগিয়ে রাখুন। প্রায় ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।