• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৩, ২০২১, ০৫:১৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২১, ০৫:২০ পিএম

ঈদের মেহেদি হোক তুমুল গাঢ়

ঈদের মেহেদি হোক তুমুল গাঢ়

মেহেদি রঙ ছাড়া যেন ঈদ ধূসর। ঈদের খুশি রঙঝলমলে করতে মেহেদি চাই-ই চাই। ছোট-বড় সবাই চাঁদ রাতে মেহেদি উৎসবে মেতে ওঠে। কষ্ট করে মেহেদি পরলেও অনেক সময় দেখা যায়, এর রঙ ঠিকমতো বসেনি। তখন অনেকেরই মন খারাপ হয়ে যায়।

প্রাথমিকভাবে মেহেদি কম সময়ের জন্য হাতে রেখে দিলে রঙ হালকা হওয়ার সম্ভাবনা থাকে। মেহেদিতে থাকে লসোন নামক একটি উপাদান। এটিই মূলত ত্বকের কোষ, কোলাজেন এবং কেরাটিনের সঙ্গে মিশে গাঢ় বাদামি রঙ ধারণ করে। জেনে নিন কীভাবে মেহেদির রঙ গাঢ় করবেন-

মেহেদি ব্যবহার করে দীর্ঘক্ষণ তা রেখে দিন। এতে রঙ গাঢ় হওয়ার সম্ভাবনা থাকে।

মেহেদি ব্যবহারের পর হেয়ার ড্রায়ারের সাহায্যে গরম বাতাস প্রয়োগ করে তাপ দেওয়ার চেষ্টা করুন। তবে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

ক্ষারীয় উপাদান ব্যবহার করতে পারেন। ক্ষারযুক্ত বা অম্লীয় উপাদানগুলোর সঙ্গে মেহেদি মিশিয়ে রং আরও গাঢ় করতে পারে। লেবুর রস ব্যবহার করলে মেহেদির রঙ গাঢ় হয়।