• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ১০:১৮ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৮, ২০২১, ১০:১৮ এএম

মিনার উদ্দেশে রওয়ানা দেবেন হাজিরা

মিনার উদ্দেশে রওয়ানা দেবেন হাজিরা

রোববার (১৮ জুলাই) মিনার উদ্দেশে রওয়ানা দেবেন হাজিরা।

বৈশ্বিক করোনাভাইরাস (কোভিড-১৯)-এর মহামারির কারণে তাদের নিতে ৩ হাজার বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বাসে যাবেন ২০ জন হাজি।

তার আগে কাবা শরীফে ‘তাওয়াফে কুদুম’ বা ‘আগমনী তাওয়াফ’ করেন তারা।

হজের ওয়াজিব, সাফা-মারওয়া পাহাড়ে সায়ি অর্থাৎ দ্রুত হাটা অথবা দৌড়াদৌড়ি করেন হাজিরা। 

সোমবার (১৯ জুলাই) ফজরের নামাজের রওয়ানা হবেন ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে। সেখানে অবস্থান করবেন সূর্যাস্ত পর্যন্ত। 

আরাফার দিনটিকেই মূলত হজ বলা হয়। এদিন মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন, কাবার ইমাম ও খতিব শায়খ ড. বানদার বালিলাহ। বাংলাসহ ৯টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে এটি। 

পরদিন মঙ্গলবার (২০ জুলাই) পশু কোরবানি করবেন হাজিরা। 

এবার হজের সুযোগ পেয়েছেন সৌদিতে থাকা দেড়শো দেশের ৬০ হাজার জন। অনলাইনে সাড়ে ৫ লাখের বেশি আবেদন থেকে লটারির মাধ্যমে নির্বাচিত হন তারা। সবাইকে দেয়া হয় দুই ডোজের ভ্যাকসিন।

জাগরণ/এমএ