• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১, ২০২২, ০৮:১৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ১, ২০২২, ০৮:১৩ পিএম

চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার

চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার

দেশে কোথাও ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার ৩০ রোজা পূর্ণ হবে। ঈদুল ফিতর উদযাপিত হবে মঙ্গলবার (৩ মে)।

রোববার (১ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক।

তিনি বলেন, সারা দেশে আমরা খোঁজ নিয়েছি। দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এ বছর রমজান ৩০টি পূর্ণ হবে এবং আগামী মঙ্গলবার দেশে ঈদ উদযাপন হবে।

সৌদি আরবের আকাশে শনিবার ইসলামি ক্যালেন্ডারের দশম মাস পবিত্র শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে রোববার ৩০ রমজান পূর্ণ হবে।

সেই হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে সোমবার মুসলিমদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

দুই বছর পর এবার জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত শুরু হবে। তবে আবহাওয়া ভালো না থাকলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত করার প্রস্তুতিও নেয়া হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পৃথক বাণীতে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

বাণীতে তারা বিশ্ববাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।

এক মাসের সিয়াম সাধনার পর উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। মুসলিম সম্প্রদায়ের মানুষ মেতে উঠবে আনন্দ উৎসবে। বিগত দুই বছর করোনা পরিস্থিতির বিধি-নিষেধের মাঝে ঈদ অনুষ্ঠিত হয়েছে। তাই এবারের ঈদ একটু বাড়তি আনন্দই যোগ করবে।

জাগরণ/জীবনযাপন/ধর্ম/এমএ