• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০১৯, ০৯:৫০ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৩, ২০১৯, ০৮:৩৫ পিএম

শান্তিনিকেতন মঙ্গল শোভাযাত্রা

‘ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু’

‘ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু’
শান্তি নিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য; ফাইল ফটো

‘ধর্ম বর্ণ নির্বিশেষে মঙ্গল শোভাযাত্রা বাংলার প্রতিটি ঘরে বয়ে নিয়ে আসুক মঙ্গল- বার্তা। পা মেলান আমাদের ভালোবাসার "মঙ্গল শোভাযাত্রা"য়। আসুন সকলে মিলে ছড়িয়ে দিই শান্তির বাণী। মঙ্গল হউক, নববর্ষের নব প্রভাত বয়ে নিয়ে আসুক শান্তি- স্থিতি-সংহতি- সম্প্রীতি ও ভালোবাসা’, এই আহ্বানকে সামনে রেখে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে প্রথমবারের মতো মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। 

ছোট্ট পরিসরে "মঙ্গল শোভাযাত্রা শান্তিনিকেতন"- এ অংশ নেয়ার জন্য হিহিরিপিপিড়ি এবং তালতোর গ্রামবাসীর পক্ষ থেকে শান্তিনিকেতনের বন্ধুদের সহ সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

আগামী ১ বৈশাখ, ১৪২৬, সোমবার,( ভারতে পহেলা বৈশাখ ১৫ এপ্রিল সোমবার) সকাল ন'টায় হিহিরিপিপিড়ি (তালতোর বড় দীঘি) থেকে ক্যানেল পাড় হয়ে কাঁচ মন্দির এবং কাঁচমন্দির থেকে ক্যানেলপাড় পর্যন্ত এ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। মঙ্গল শোভাযাত্রা শান্তিনিকেতন পোস্টার নকশা করেছে বাংলাদেশের শিল্পী তরুণ ঘোষ(বাংলাদেশ)।

সকলের সহযোগিতা কাম্য, যেকোনো পরামর্শ, তথ্য ও সহায়তার জন্য যোগাযোগ: +919062804325 (সুব্রত), +917557887667 (পন)

আরআই