• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৩, ২০১৯, ০৮:২২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৩, ২০১৯, ০৮:২২ পিএম

লেখা ও ছবি

বাঁধভাঙা উচ্ছ্বাস

বাঁধভাঙা উচ্ছ্বাস

শিশু-কিশোরদের স্বাগত জানাতে আগে থেকে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো সেজেছে নবরূপে। নতুন রঙে রঞ্জিত এসব বিনোদনকেন্দ্র আরও রঙিন করে তোলে শিশুরা। সব বয়সী মানুষের ভিড় জমলেও সিংহভাগ দখল করে রাখে তারা। সারা বছরের পড়াশোনা আর অভিভাবকদের কড়া অনুশাসনের বাঁধন ছিঁড়ে এ দিনগুলোতে যেন তারা খুশির আকাশে উড়ে বেড়ায় মুক্ত বিহঙ্গে। ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা শহর ফাঁকা থাকলেও শ্যামলীর শিশু মেলার সামনের এলাকা যানজটমুক্ত ছিল না। তা পেরিয়ে টিকিট কাটতেও ধরতে হয়েছে লম্বা লাইন। বৃষ্টিও বাগড়া দিয়েছিল। তারপরেও এসব পেরিয়ে শিশু মেলায় ঢুকতেই নজরে পড়েছিল শিশুদের বাঁধভাঙা উচ্ছ্বাস। নগরীর বিভিন্ন জায়গা থেকে আসা শিশু-কিশোরদের আনন্দ আর উল্লাসে ঈদের দিনগুলোতে পুরো শিশু মেলার যেন পরিণত হয় রূপকথার রাজ্যে। হৈ-হুল্লোড়, আনন্দঘন পরিবেশ। দোলনা, ব্যাটারি কারসহ বিভিন্ন রাইডে সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের মধ্যে ছিল না কোনও কষ্ট। সবকিছুতেই ছিল ঈদের আমেজ।

.........................
লেখা এসএম মুন্না  ছবি কাশেম হারুন


 

এসএমএম

আরও পড়ুন