• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৯, ০৬:০৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৫, ২০১৯, ০৬:০৩ পিএম

বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের খুঁজতে তদন্ত কমিশন হবে : শেখ সেলিম

বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের খুঁজতে তদন্ত কমিশন হবে : শেখ সেলিম
শেখ ফজলুল করিম সেলিম - ফাইল ছবি

বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে জড়িত যে মুষ্টিমেয় কিছু লোকের বিচার হয়েছে, শুধু এই ক’জন লোক বঙ্গবন্ধুকে হত্যা করেনি। এরা ক’জন সামনে ছিল, পেছনে যারা এ হত্যার পরিকল্পনা করেছিল এবং মূল নায়ক ছিল তাদের খুঁজে বের করতে একটা তদন্ত কমিশন গঠনের কথা আমরা চিন্তা-ভাবনা করছি। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে শেখ সেলিম এসব কথা বলেন।

তিনি বলেন, একটু সময় লাগছে, তদন্ত কমিশনের মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে যারা ছিলো তাদেরকে আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। প্রয়োজনে তাদেরও বিচার করা হবে। বাঙালি জাতির জন্য জানার একটা সুযোগ থাকবে- এই অপরাধীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো। তিনি বলেন, সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু সারাজীবন কষ্ট করলো, নির‌্যাতন ভোগ করলো সেই বাঙালিরা বঙ্গবন্ধুকে হত্যা করলো। পাকিস্তানিরা কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস পায়নি।

এএইচএস/ এফসি

আরও পড়ুন