• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০১৯, ০৮:২৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৮, ২০১৯, ০৮:২৭ পিএম

শরতে রচিত পঙক্তিমালা

শাকিলা খান চয়নের কবিতা

শাকিলা খান চয়নের কবিতা

পূর্ণতা
সুখের মেলায় অবেলায় পাওয়া তুমি
হাজার বাজিতে জিতে যাওয়া এই আমি
ইচ্ছেরা যেন চোখ বুঁজে বিশ্বাসে
তোমাতে আমাতে ছন্দ দোলে সে নিঃশ্বাসে।

রাঙিয়েছি সব পূর্ণতা মন পবনে
এ যে পূর্ণ শুন্যতার অবগাহনে
সুখের লাগিয়া চিরচেনা এই ভুবনে
কোরোনা আমায় অচেনা সুরের লগনে।

অলংকরণ : শাকিলা খান চয়ন

অধরা রয় কামনার টুকরো কাগজে
হৃদস্পন্দন নিত্য বাজে ঐ প্লাবনে
বর্ণ বিহীন আহ্বানে টানে মৃত্যুরে
ফিরে যাবো আজ উজান পথের সুর ধরে।

যেটুকু জানো নিশিথ কোমল আঁধারে
তারও বেশী অনুমেয় আত্মচিৎকারে ।

বহুবার বলা চেনা শব্দখানি জানিনা
ভাগ্য বিধাতা প্রশ্নে পড়েনি , মানিনা
আশার খেলায় মত্ত মধ্য দুপুরে
মিলনের সুরে বেজে ওঠে তাল জীবনে।

আঘাত

ঠিক ভুল জেনে বুঝে চাওয়ার এ জগতে
বারবার মিশে যাই আমারই আমিতে
হিসেব মিলেনা যেন‌ প্রতি পক্ষে প্রতিবার
সুখগুলো ছিল কি তার আবক্ষে একবার?

জীবন যেখানে যেমন আলোড়নে চলে
মিথ্যে মেলায় তরী পাশা খেলা ছলে
ভুলেরা ক্রমাগত গোপনে ভালবাসি বলে
এই আমি অভিমানী নিজ তুচ্ছ দলে।

নামকরণের বাঁধন অন্ধকার চিৎকারে
পোষ মানা মন পাখি নিজেরে ধিক্কারে।

আমির-ই মিথ্যে মায়ায় ছিন্ন এ বাঁধন
যে কায়ায় খুঁজেফিরি এমনি সে-জন
সত্যরে নেয় যেন‌ নিজ প্রয়োজনে
ফুরায় না সংকটে নিঃশ্বাস আয়োজনে।

বহুবার বেহিসেবি দাবিদাওয়ার ছলে
জন্মদাগ ক্ষত পড়ে শূন্য এই মনে
ভুলেছেন সৃষ্টি খেলায় এমন সৃজন হতে
জীবনের প্রাপ্তি বিলীন আঘাতে আঘাতে।।

কালবেলা রাত

আজ এই কোন বরষা গাইছে মনসা
নেই কোনো কায়া নেই ভরসা
এ পাড়ে নিয়তিরা হাসে
ঐ পাড়ে আত্ম তরী ভাসে।

নিত্য নিষ্ঠুর বাঁশী ওঠে বেজে
জীবনডাঙার সুখ হারিয়েছে সে যে


মিথ্যে যেন সব ছলনার সুরে
দোষের বোঝা নিক্ষেপে কারাগারে

আমারে যে করেছে শূন্য
সে যেন রয় কষ্টে পূর্ণ
মহাদেবতারা তার বিশ্বাসে
তুচ্ছ হই ছিন্নভিন্ন

হতে যদি হয় কালবেলা নদী
প্রয়োজন নেই তার সুখ স্মৃতি
মুক্তির সুরে বেজে ওঠো প্রান
সৃষ্টি তুমি করেছো মহান।